Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধি-নিষেধ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।’
উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বলেন, ‘ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে, তবে দীর্ঘ মেয়াদে আমরা মনে করি, এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।’
সাভারে জাতীয় যুব ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও এ কথা বলেন উপদেষ্টা।
স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধি-নিষেধের কারণে ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘এটি আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ।