Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধি,
ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে রফিক মিঝি নামের এক ব্যসায়ীর টিনের দোতলা বাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই টিনের দোতলা বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার ভোর ৪ টার দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়িতে আগুন দেওয়া হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
বাড়ির লোকজন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী একটি গ্রুপের সাথে তাদের জমির বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে পেট্টোল ঢেলে ঘরে আগুন দেওয়া হয়েছে বলে দাবি বাড়ির লোকজন।
এ ব্যপারে দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান মুঠোফোনে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিকাল ৪ টা পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।