26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

খিলগাঁও তালতলায় গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ, তীব্র ভোগান্তি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ প্রতিনিধি,

রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট রোডে আজ দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়ার ফলে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়কে। গাছটি রাস্তাজুড়ে পড়ে যাওয়ায় দুই দিক থেকেই যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গাছটি ভেঙে পড়ে। এতে আশপাশের যানবাহন আটকে পড়ে এবং পথচারীরা বিপাকে পড়েন। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে একটি রিকশা ও একটি মোটরসাইকেল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার এক ঘণ্টা পার হলেও এখনো ফায়ার সার্ভিস বা সিটি করপোরেশনের কোনো টিম ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে যান চলাচল স্বাভাবিক হয়নি এবং এলাকাবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, খিলগাঁও এলাকায় বহু পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে, যেগুলোর নিয়মিত পরিচর্যা কিংবা ছাঁটাই করা হয় না। এ ধরনের অবহেলার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন

- Advertisement -spot_img
সর্বশেষ

বালুকাণ্ডে বরিশালের ডজনখানেক বিএনপি নেতার পদ স্থগিত

  খবরের দেশ ডেস্কঃ মেঘনা নদীতে বালু মহালের ইজারা বাগাতে এক সেনা সদস্যকে অপহরণ ও মারধরের ঘটনায় বরিশাল বিএনপিসহ অঙ্গসংগঠনের শীর্ষ...