30 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

স্বর্ণের দাম বেড়ে ভরি ১৬৯৯২১ টাকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ প্রতিবেদক,

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।

বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

 

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৯৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।

এর আগে গত ১৮ মে দেশের বাজারে আর এক দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

এখন আমি আগের চেয়ে সুখী: শবনম ফারিয়া

  বিনোদন ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বর্তমান সময়ের সব ইস্যুতেই নিজের মতামত তুলে...