30 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

সাকিব-মিরাজের সঙ্গে পিএসএলে খেলতে পাকিস্তানে রিশাদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ফের পাকিস্তানে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স।

প্লে-অফ পর্বে লাহোরের হয়ে মাঠে নামার কথা রয়েছে রিশাদের। সেখানে তার সঙ্গী হবেন জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় লাহোর। ফলে তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ।

 

আজ (২২ মে) বাংলাদেশ সময় রাত ৯ টায় করাচি কিংসের বিপক্ষে খেলতে নামবেন সাকিব-শাহীন আফ্রিদির লাহোর। জয় পেলে দলটি পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া ইসলামাবাদ ইউনাইটেড। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২৩ মে, লাহোরে। পরবর্তীতে ২৫ অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পিএসএলের ফাইনাল।

লাহোর কালান্দার্সের এক ভিডিও বার্তায় রিশাদ হোসেন বলেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। লাহোর কালান্দার্স পরিবারের কাছে আমি আবারও ফিরে এসেছি। ইনশাআল্লাহ মাঠে দেখা হবে, এবং আমরা একসঙ্গে শিরোপা জিতব।’

টুর্নামেন্ট পুনরায় শুরু হওয়ার পর দলে কিছু পরিবর্তন এনেছে লাহোর। ড্যারিল মিচেলের জায়গায় দলে ভেড়ানো হয়েছে সাকিব আল হাসানকে, আর টম কারানের পরিবর্তে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে। জাতীয় দলের খেলার কারণে পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন সিকান্দার রাজা, যার জায়গায় চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

রিশাদ হোসেন শুরুতে খেললেও মাঝপথে কয়েকটি ম্যাচে ছিলেন বাইরে। এখন পর্যন্ত ৮.৭০ ইকোনমি রেটে পাঁচ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন এই উদীয়মান লেগ স্পিনার।

- Advertisement -spot_img
সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: বিএনপি’র অভিযোগ

  খবরের দেশ ডেস্কঃ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ...