30 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

রপ্তানি অনুমতির জটিলতা কাটিয়ে আগরতলায় মাছ রপ্তানি শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতা কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ১০টি গাড়িতে করে প্রায় ৭০ মেট্রিক টন বরফায়িত মাছ আগরতলায় রপ্তানি হয়েছে। এর আগে সকাল থেকে তিনটি ট্রাকে করে ৯০ মেট্রিক টন পাথর ও ছয়টি ট্রাকে করে ১০৬ মেট্রিক টন ভোজ্যতেল ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি হয়েছে। বুধবার এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) জটিলতায় মাছ ছাড়া সিমেন্ট ও ভোজ্যতেল রপ্তানি হয়েছে।

 

আখাউড়া স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, মাছ রপ্তানিতে বাংলাদেশ ব্যাংকের ইএক্সপির প্রয়োজন হয়। ওই কাগজপত্র মাছ ব্যবসায়ীদের হাতে না পৌঁছানোয় বুধবার ব্যবসায়ীরা ভারতে মাছ রপ্তানি করতে পারেননি। আজ বৃহস্পতিবার এক্সপোর্ট পারমিট জটিলতা কাটিয়ে সকাল থেকে মাছ রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধে বেরোবি প্রশাসনের উদ্যোগ

ক্যাম্পাস প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) প্রশাসন ক্যাম্পাসে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে। গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে...