Your Ads Here 100x100 |
---|
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে সরকারি শিশু পরিবার (বালক) অধিবাসীদের জন্য বস্তায় আদা চাষের একটি নতুন ও ব্যতিক্রমধর্মী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসক মোছা: ফৌজিয়া খান এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই প্রকল্পের আওতায় সরকারি শিশু পরিবারের নিজস্ব আঙ্গিনায়” দুই হাজার বস্তায় প্রাকৃতিক উপায়ে আদা চাষ করা হবে। এতিম ও অসহায় শিশুদের পুষ্টি নিশ্চিত এবং কৃষির সঙ্গে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধন শেষে জেলা প্রশাসক পুরো কার্যক্রমটি ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার (বালক)-এর উপতত্ত্বাবধায়ক মোছা: সালমা খানম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির, প্রতিবন্ধী স্বাস্থ্য ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সরকারি শিশু পরিবার (বালক)-এ দীর্ঘদিন ধরে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত শাক-সবজি, মৌসুমি ফল এবং পুকুরে চাষ করা মাছ সরবরাহের মাধ্যমে শিশুদের সুস্থ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা হচ্ছে। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য এরকম আরও নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।