Your Ads Here 100x100 |
---|
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের রাত্রীকালীন টহলের পাশাপাশি অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান নিজেও নিয়মিত রাতভর টহল দিচ্ছেন। তার এই অক্লান্ত পরিশ্রমের ফলে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের ঘটনা কমেছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান উপজেলার ছাতিয়ানগ্রামে টহল দেওয়ার সময় তিনি চোরদের পালিয়ে যেতে দেখে দুইটি গরু উদ্ধার করতে সক্ষম হন। চোরেরা গরু দুটি চুরি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওসি স্যারের গাড়ীর সাইরেনের শব্দ শুনে তারা গরুগুলো ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে ছাতিয়ানগ্রামের মৎস্য চাষী হাসিবুল ইসলাম শাকিল বলেন, “ওসি স্যার প্রায় প্রতিদিন রাতে ছাতিয়ানগ্রামে টহল দেন। তার এই উদ্যোগের কারণে এলাকায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা কমেছে। গত রাতে আমার পুকুরে খাবার দিতে যাওয়ার সময় ওসির সাথে দেখা হয়েছিল। কিছু সময় পর তিনি ছাতিয়ানগ্রামে দুইটি চুরি হওয়া গরু উদ্ধার করেন।”
গরু উদ্ধার হওয়ার পর গৃহবধূ মনোয়ারা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলে চোরেরা আমাদের গোয়াল থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। ওসি স্যারের গাড়ির সাইরেন শুনে তারা পালিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে গরুগুলো ফিরে পেয়ে আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।”
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রীকালীন টহল অব্যাহত রয়েছে। আমি নিজেও প্রায় প্রতিদিন রাতে থানার বিভিন্ন এলাকাতে টহল দিই। সেই ধারাবাহিকতায় ছাতিয়ানগ্রামে দুইটি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে চোরেরা গাড়ীর শব্দ শুনে পালিয়ে যায়।”
এভাবে ওসির প্রচেষ্টা এবং পুলিশ বাহিনীর নিরলস পরিশ্রমে আদমদীঘি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা অনুভূতি বৃদ্ধি পাচ্ছে।