Your Ads Here 100x100 |
---|
ক্যাম্পাস প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) প্রশাসন ক্যাম্পাসে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছে। গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়, ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলে সিট বাণিজ্যসহ সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর পাশাপাশি লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে, যারা ক্যাম্পাসে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে আজীবন বহিস্কার এবং ছাত্রত্ব বাতিল করা হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তির জন্য সুপারিশ করা হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং গত জুলাই মাসের বিপ্লবে শিক্ষা প্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করার দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের উদ্দেশ্য হলো ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং রাজনীতি থেকে মুক্ত একটি শিক্ষণীয় পরিবেশ সৃষ্টি করা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, যে কেউ যদি ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে বা অনৈতিক কাজে জড়িত থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্দেশ্যেই গঠন করা হয়েছে তিন সদস্যবিশিষ্ট কমিটি, যারা অভিযোগ প্রাপ্তির পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশ করবে।
এদিকে, শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে যে, ক্যাম্পাসে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠা করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তারা আশা করছেন, প্রশাসনের এই উদ্যোগ ক্যাম্পাসের ভেতরকার অসঙ্গতি ও বিশৃঙ্খলা দূর করতে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল্লাহ জানিয়েছেন, ক্যাম্পাসে শিক্ষার মান বৃদ্ধি এবং শৃঙ্খলা রক্ষায় এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। তিনি সংশ্লিষ্ট সকলকে একযোগে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।