Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের চেষ্টা করায় ছত্তিসগড়ের এক যুবক ও এক নারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে সালমানের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন ছত্তিসগড়ের জিতেন্দ্র কুমার সিং (২৩) ও ঈশা ছাবড়া (৩২)। তারা গত মঙ্গলবার ও বুধবার আলাদাভাবে সালমান খানের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন।
মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে জিতেন্দ্র কুমার সালমান খানের বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করলে তিনি নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন। সন্ধ্যায় এক বাসিন্দার গাড়ির পেছনে লুকিয়ে তিনি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন, তবে দ্রুতই ধরা পড়ে যান।
পরদিন বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে ঈশা ছাবড়া অনুপ্রবেশের চেষ্টা করেন এবং লিফট পর্যন্ত পৌঁছে যান। তবে তাকেও পুলিশ আটকে ফেলে এবং পরে উভয়ের বিরুদ্ধেই অনধিকার প্রবেশের মামলা দায়ের করা হয়।
গত বছর ১৪ এপ্রিল সালমান খানের বাড়ির সামনে গুলি চালায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। এরপর থেকেই তার নিরাপত্তা জোরদার করা হয় এবং ‘ওয়াই-প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। বাড়িতেও চালানো হয় নিরাপত্তা সংস্কার।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA) জানায়, বিষ্ণোই গ্যাংয়ের ১০টি টার্গেটের মধ্যে সালমান খান ছিল শীর্ষে। কৃষ্ণসার হরিণ শিকারের পুরনো মামলার সূত্র ধরে এই হুমকির সৃষ্টি হয়।
চলতি বছর মার্চে এক সংবাদ সম্মেলনে সালমান বলেন, “প্রেসের সামনে থাকলে সমস্যা নেই। কিন্তু যখন প্রেস নেই, তখন চলাফেরায় অনেক বিধিনিষেধ। এখন শুধু শুটিং স্পট আর বাড়ি— কোথাও ঘুরতে যাই না।”
এই ঘটনায় সালমান ভক্তদের মাঝে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যদিও পুলিশ বলছে— তার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।