26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দারুণ হবে : সাকিব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খেলাধুলা ডেস্ক :

 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে ব্যাপক সমালোচনার মুখে এখন বাংলাদেশ দল। হওয়াটাই স্বাভাবিক। অভিজ্ঞতা ও শক্তি-সামর্থ্যে ঢের পিছিয়ে থাকা দলের কাছে সিরিজ হার বলে কথা!

অথচ বাংলাদেশ দলের লক্ষ্য ছিল প্রতিপক্ষকে হারিয়ে পাকিস্তানের মুখোমুখি হওয়া। সেটা তো হয়নি উল্টো পাঁচ দিন পর যখন পাকিস্তানের মুখোমুখি হবে তখনই দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ।

পিঠের চোটের কারণে ছিটকে গেছেন সৌম্য সরকার। বাঁহাতি ব্যাটারের আগে দুই কোচিং স্টাফের সঙ্গে পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার নাহিদ রানাও।বাংলাদেশ কঠিন সময় পার করলেও দ্বিপক্ষীয় সিরিজটি দারুণ হবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। কেন হবে তার ব্যাখ্যাও দিয়েছেন পিএসএলে খেলতে বর্তমানে পাকিস্তানে থাকা বাংলাদেশের অলরাউন্ডার।

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘পাকিস্তান-বাংলাদেশের সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। উভয় দলেই দারুণ কিছু তরুণ খেলোয়াড় আছে। যারা সিরিজে ভালো পারফরম করতে মুখিয়ে আছে।’পিএসএলের দল লাহোর কালান্দার্সকে নিয়েও কথা বলেছেন সাকিব।

প্লে অফে যেতে আজকের ম্যাচের জয় গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। জিও নিউজকে ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘প্লে অফে খেলতে জয় খুবই গুরুত্বপূর্ণ। করাচি কিংসের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই এবং এটাই আমাদের এই মুহূর্তের লক্ষ্য। করাচি কিংস খুব ভালো দল।

তবে আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।’

- Advertisement -spot_img
সর্বশেষ

বালুকাণ্ডে বরিশালের ডজনখানেক বিএনপি নেতার পদ স্থগিত

  খবরের দেশ ডেস্কঃ মেঘনা নদীতে বালু মহালের ইজারা বাগাতে এক সেনা সদস্যকে অপহরণ ও মারধরের ঘটনায় বরিশাল বিএনপিসহ অঙ্গসংগঠনের শীর্ষ...