26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু: সাবেক ইসরায়েলি আইনপ্রণেতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজার শিশুদের নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিন। বলেছেন, গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু। স্থানীয় সময় বুধবার (২১ মে) এমন মন্তব্য করেছেন ইসরায়েলের চরম ডানপন্থী রাজনীতিবিদ মোশে ফেইগলিন।

ইসরায়েলি টিভি চ্যানেল ১৪-কে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সংসদের সাবেক সদস্য ফেইগলিন বলেন, ‘শত্রু হামাস নয়, হামাসের সামরিক শাখাও নয়। গাজার প্রতিটি শিশুই শত্রু। আমাদের গাজা দখল করে সেখানে বসতি স্থাপন করতে হবে, এবং সেখানে একটি গাজাবাসী শিশুকেও রাখা যাবে না। এছাড়া অন্য কোনো বিজয় নেই।’

এর আগে, আইডিএফের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ অব স্টাফ ইয়ের গোলান অভিযোগ করেন, গাজার শিশুদেরকে হত্যা করা যেন নিজেদের শখে পরিণত করেছে ইসরায়েল। তার ওই অভিযোগের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন মোশে ফিগলিন।

এক সংবাদ সম্মেলনে উপত্যকাটিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ভূমিকারও তুমুল সমালোচনা করেছেন ইয়ের গোলান। বলেছেন, ইসরায়েল দিন দিন এমন এক রাষ্ট্রে পরিণত হচ্ছে, যার আন্তর্জাতিক কোনো সমর্থক নেই। কেননা সুস্থ কোনো দেশ কখনো বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেনা। শখের বশে শিশু হত্যা করে না।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

বালুকাণ্ডে বরিশালের ডজনখানেক বিএনপি নেতার পদ স্থগিত

  খবরের দেশ ডেস্কঃ মেঘনা নদীতে বালু মহালের ইজারা বাগাতে এক সেনা সদস্যকে অপহরণ ও মারধরের ঘটনায় বরিশাল বিএনপিসহ অঙ্গসংগঠনের শীর্ষ...