Your Ads Here 100x100 |
---|
হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভার মুহাড়াপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত হোসেন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সৈকত হোসেন হাকিমপুর হিলি পৌরসভার ১নং ওয়ার্ডের মুহাড়াপাড়া এলাকার বাসিন্দা মানিক মিয়ার ছেলে। সে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের ভাষ্যমতে, বাড়ির আঙিনায় বোরো ধান উড়ানোর জন্য একটি স্ট্যান্ড ফ্যান ব্যবহার করছিল সৈকত। এ সময় একটি মোটরসাইকেল আসায় ফ্যানটি সড়াতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে এবং ঘটনাস্থলেই আটকে যায়। সাথে থাকা একজন তাৎক্ষণিক বিদ্যুতের সংযোগ ছিঁড়ে ফেললে সৈকতকে উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হোসেন।