Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
দুই সিনিয়রকে অনুরোধ করেছিল ভারতের ক্রিকেট বোর্ড। মানেননি। নেতৃত্ব তো বটেই, রোহিত শর্মা ছেড়ে দেন সাদা পোশাকের ক্রিকেট। সপ্তাহ না ঘুরতেই বিদায় বলে দেন বিরাট কোহলি। হুট করেই দুই সিনিয়রের অবসরে বিপাকে পড়েছে বিসিসিআই। ইংল্যান্ড সফরের আগে তাদের ভাবনায় কয়েকটি বিষয়।
তার মাঝে অন্যতম দুটি হচ্ছে—অধিনায়ক হবেন কে আর কেইবা হবেন রোহিত-কোহলির বদলি। সহজ কিন্তু কঠিন উদাহরণ টেনে সমাধান দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্কার। ওপেনিংয়ে রোহিতের বদলি ও চারে কোহলির বদলি এমন দুজন ক্রিকেটারের নাম শুনিয়েছেন, যারা একেবারেই আনকোরা।
যুক্তি-তর্ক কষে বাঙ্কার বলেছেন, রোহিতের জায়গা ফিট হবেন অভিমন্যু এসারান। প্রথম শ্রেণিতে শত ম্যাচ খেলা এই বাংলার ক্রিকেটারকে ওপেনিংয়ে দেখতে চান বাঙ্কার। যুক্তি হিসেবে দেখিয়েছেন, অভিমন্যুর ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা। ২৭ সেঞ্চুরিতে সাড়ে সাত হাজারের বেশি রান করেছেন ২৯ বর্ষী এই তারকা। এ দলের হয়েও জাত চিনিয়েছেন।
কোহলির বদলি হতে পারেন করুণ নায়ার। তিনি অবশ্য অভিমন্যুর মতো এতটা আনকোরা নন। ভারতের হয়ে ৬টি টেস্ট খেলেছেন। ৬২ গড়ে রান করেছেন ৩৭৪। আছে সেঞ্চুরিও। অজানা কারণে তিনি অনেকদিন দলে নেই। বাঙ্কারের মত, কোহলির চার নম্বরে তাকে বাজিয়ে দেখুক বিসিসিআই। সাবেক তারকা ক্রিকেটারের বিশ্বাস রঞ্জি ও বিজয় হাজারে ট্রফিতে দাপট দেখানো করুণ ওই জায়গায় সবচেয়ে ফিট।
বাঙ্কার বলেছেন, ‘যদি ঘরোয়া ক্রিকেটে পারফর্মারদের পুরস্কারের কথা সঠিক হয়, তবে টেস্টে করুণ নায়ারের ফেরা এবার উচিত, যথেষ্ট করেছেন তিনি।’ করুণের ব্যাটে সত্যিই রান ফোয়ারা চলছে। রঞ্জিতে তার ব্যাটে এসেছে ৮৬৩ রান, বিজয় হাজারেতে ৭৭৯—যা কোহলির অভাব পূরণে যথেষ্ট!
ভারতের ক্রিকেট বোর্ড অবশ্য ভিন্ন ধাঁচে হাটছে। কোচ গৌতম গম্ভীর চাচ্ছেন এমন খেলোয়াড় যারা অনেক দিন দলকে টানবেন। ঠিক একই কথা অধিনায়ক ইস্যুতেও। বাঙ্কারের পরামর্শ বোর্ড মানে কিনা, তা নিশ্চিত নয়। তবে ভারতের নেতৃত্বে যে তরুণ তারকা আসছেন, সেটি এক প্রকার নিশ্চিত। অধিনায়কত্বের দৌড়ে এখন তিনজন—শুভমন গিল, জাসপ্রিত বুমরাহ ও শ্রেয়াস আইয়ার। কেউ একজন এখান থেকেই হবেন সামনের মাসের ইংল্যান্ড সফরের অধিনায়ক।