Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
সাম্প্রতিক পাকিস্তান-ভারত সংঘাতকে কেন্দ্র করে উত্তেজনা যখন তুঙ্গে, তখন কঠোর সুরে ভারতকে লক্ষ্য করে বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে শহিদ পরিবারের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই যুদ্ধ ভারতের জন্য এমন এক পরাজয়, যা তারা কখনোই ভুলতে পারবে না।”
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল–এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্তব্য ছিল স্পষ্ট এবং রাজনৈতিক বার্তায় ঠাসা। তিনি বলেন, “অনেকে মনে করেছিলেন পাকিস্তান প্রচলিত যুদ্ধক্ষমতায় পিছিয়ে। কিন্তু সাম্প্রতিক সংঘাতে আমাদের বাহিনী তা ভুল প্রমাণ করেছে। আমরা শুধু সীমান্ত রক্ষা করিনি, শত্রুর ভেতরে ঢুকে আঘাত হেনেছি।”
এর আগে ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। এটি পাকিস্তানের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক মর্যাদা।
রাষ্ট্রপতি জারদারি বলেন, “আমরা আজ সম্মান জানাতে একত্র হয়েছি আমাদের সশস্ত্র বাহিনী এবং সেইসব বীর সেনাদের, যারা ভারতের উসকানিমূলক আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন।”
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বলেন, “আজ পাকিস্তানের জন্য গর্বময় ও ঐতিহাসিক মুহূর্ত।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আপনারা আমাদের সাহসী বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন এমন এক বিজয়ের দিকে, যেখানে এক অহংকারী ও আত্মতুষ্ট শত্রু নিজেদেরই গড়ে তোলা জালে আটকা পড়েছে।”
তিনি পাকিস্তান সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, “এই ঐক্য, সাহস ও ঈমানই আমাদের অর্থনৈতিক উন্নয়ন এবং চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানের শেষ দিকে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, “ইনশাআল্লাহ, এমন এক দিন আসবে যখন কাশ্মীর হবে পাকিস্তানেরই অংশ।” তার এই বক্তব্য কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে আরও একবার জোরদার করল।