Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
অপ্রত্যাশিত বিতর্কের ছায়া কাটিয়ে আবারো অভিনয়ে মন দিয়েছেন অভিনেত্রী অহনা রহমান। সাম্প্রতিক সময়ে ব্যক্তিজীবন নিয়ে নানা ধরনের গুজব, বিশেষ করে অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে সম্পর্কিত মিথ্যা ও ভিত্তিহীন খবর নিয়ে বিব্রত ছিলেন তিনি। তবে সেই ধকল কাটিয়ে এখন পুরোদমে ব্যস্ত ঈদের নাটকের শুটিংয়ে।
অহনার ভাষায়, “রোজার ঈদে একাধিক নাটকের প্রস্তাব পেলেও তখন নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। তাই এবার কুরবানির ঈদের জন্যই মনোযোগ দিচ্ছি অভিনয়ে।”
ইতোমধ্যে তিনি শেষ করেছেন মহিন খান পরিচালিত ‘মিশন নোয়াখালী’, জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘কেনা জামাই’ ও ‘বউয়ের বদনাম’, এবং জাকিউল ইসলাম রিপনের ‘বউ শ্বাশুড়ি’ নাটকের শুটিং। বর্তমানে হাতে রয়েছে আরও দুটি ঈদ নাটকের কাজ।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক ব্যস্ততাও রয়েছে অহনার। ‘শো স্টপার’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির ব্যানারে সফলভাবে কয়েকটি ইভেন্ট পরিচালনা করেছেন।
অভিনয়ে ফিরে আসার প্রসঙ্গে অহনা বলেন,“আমার মূল পরিচয় আমি একজন অভিনেত্রী। দর্শকের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তাই ঈদ উপলক্ষে দর্শকদের ভালো কিছু নাটক উপহার দিতে চাই।”
গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর খবরের প্রসঙ্গে অহনা আর তেমন কিছু বলতে চান না। বরং এখন তার একমাত্র লক্ষ্য অভিনয় এবং নিজের পেশাগত দায়িত্ব পালন। ব্যক্তি জীবনের বিতর্ক থেকে বেরিয়ে ঈদুল আজহা উপলক্ষে নাটকপ্রেমী দর্শকদের জন্য তিনি তৈরি করছেন একগুচ্ছ বৈচিত্র্যপূর্ণ কাজ।