31 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: আসিফ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

আওয়ামী লীগ, নর্থ ও দিল্লী জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার রাতে ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ লেখেন, ‘BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে। You’re not one of them—just co-opted temporarily (তুমি ওই দলের স্থায়ী সদস্য নও, শুধুই ক্ষণিকের জন্য)।

স্থানীয় সরকার উপদেষ্টা লেখেন, ‘আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রুপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আরকি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য।’

 

- Advertisement -spot_img
সর্বশেষ

এক দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭৬

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় এক দিনে কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। এই ৭৬ জনের মধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলীয়...