Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্স ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নিয়ে টুর্নামেন্টের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। বৃহস্পতিবার (২২ মে) গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বল হাতে এক ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সাকিব।
তবে লাহোরের ব্যাটিং লাইনআপ এতটাই শক্তিশালী ছিল যে, সাকিবকে ব্যাট হাতে নামতেই হয়নি। ফখর জামান (২৮ বলে ৪৭), আবদুল্লাহ শফিক (৩৫ বলে ৬৫), কুশল পেরেরা (২৪ বলে ৩০) ও রাজাপাকসে (১২ বলে অপরাজিত ২৩) মিলে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৯০ রান। অধিনায়ক ওয়ার্নার করেন ৫২ বলে ৭৫ রান এবং খুশদিল শাহ ১৪ বলে ঝোড়ো ২৭ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন।
এই জয়ে লাহোর কালান্দার্স এখন টিকিট পেল দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে তারা আজ শুক্রবার (২৩ মে) মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। এ ম্যাচ জিতলে ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে শাহীন আফ্রিদির দল।
উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের তিন ক্রিকেটার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন—লাহোর দলে থাকলেও একাদশে সুযোগ পেয়েছেন কেবল সাকিব। এবং নিজের অভিজ্ঞতায় প্রথম ম্যাচেই দলের জন্য দারুণ ভূমিকা রেখেছেন সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার।