28 C
Dhaka
শুক্রবার, মে ২৩, ২০২৫

“রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ চলবে না” — প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়ে সম্পৃক্ততার বিরোধিতা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, “আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না।”

শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফয়েজ তৈয়্যব জানান, “সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান ও আস্থায় রাখতে হবে। তবে সেনাবাহিনী নিয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তেমনি, ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না।”

তিনি সেনাপ্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বক্তব্যকে ‘জুরিশডিকশনাল কারেক্টনেস’ বজায় রাখতে ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, “এটি তার এখতিয়ার লঙ্ঘন।”

ফয়েজ তৈয়্যব বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তার ক্ষমতার দরকার নেই, কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য তিনি অপরিহার্য।”

তিনি আরও বলেন, “সরকারকে আরও কার্যকর হতে হবে, উপদেষ্টাদের আরও দৃশ্যমানভাবে কাজ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে। বিচ্ছিন্নতা নয়, সংলাপই হতে হবে পথ।”

স্ট্যাটাসে উল্লেখ করা হয়, এপ্রিল-মে’র মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জুলাই মাসের মধ্যে প্রয়োজনীয় সব সংস্কার সম্পন্ন করা হবে।

তিনি বলেন, “জুলাই-আগস্ট ২০২৫-এ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন করব। পাশাপাশি আগস্টের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘স্বৈরাচারী ও খুনি’ অভিযোগে প্রথম রায়ের প্রত্যাশাও প্রকাশ করছি।”

ফয়েজ তৈয়্যব তার স্ট্যাটাসের শেষাংশে লেখেন,
“ইনশা আল্লাহ আমরা হারব না, আমাদের হারানো যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। প্রফেসর ইউনূস জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।”

 

- Advertisement -spot_img
সর্বশেষ

গুজবে কান দেবেন না : আইএসপিআর

 খবরের দেশ ডেস্ক : সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।...