28 C
Dhaka
শুক্রবার, মে ২৩, ২০২৫

গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন, এমনকি মোবাইল ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।

শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য জানান।

ফারিয়া লিখেছেন, “আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।”

উল্লেখ্য, গত ১৮ মে সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ১৯ মে তাকে আদালতে হাজির করা হলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২০ মে সকালে জামিন মঞ্জুর হলে তিনি কারাগার থেকে মুক্তি পান।

মুক্তির পর গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য না করলেও ২৩ মে দেওয়া এই ফেসবুক পোস্টে নিজের শারীরিক ও মানসিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন।

ফারিয়া জানান, “গত কয়েক দিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।”

তিনি আরও বলেন, “বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক।”

প্রসঙ্গত, চলতি বছরের ৩ মে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেন। অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হন তিনি। মামলার দুই সপ্তাহ পরই গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে।

পোস্টের শেষাংশে ফারিয়া লেখেন, “খুব শিগগিরই আবার দেখা হবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

গুজবে কান দেবেন না : আইএসপিআর

 খবরের দেশ ডেস্ক : সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।...