26.9 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫

রোমান্টিক নাটকে জুটি বাঁধছেন ফিরোজ খান ও হিবা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

এবার জুটি বেঁধে পর্দায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় দুই তারকা ফিরোজ খান ও হিবা বুখারি। ‘ম্যায় জমিন তু আসমান’ নামের একটি  নতুন রোমান্টিক নাটকে দেখা যাবে তাদের।

নাটকটির শ্যুটিং বর্তমানে করাচিতে চলছে।  চলতি বছরের আগস্টে নাটকটি প্রচারিত হওয়ার কথা রয়েছে।

‘অ্যায় দিল’ এবং ‘রাদ্দ’-খ্যাত পরিচালক আহমেদ ভাট্টি পরিচালিত নাটকটি লিখেছেন  আব্দুল খালিক খান।  নাটকটি আবেগঘন প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে সহ-অভিনেতাদের মধ্যে রয়েছেন প্রবীণ অভিনেতা শাহুদ আলভি।

নতুন এই নাটকটি হিবা বুখারীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।  মা হওয়ার পর এই নাটকের মধ্য দিয়ে পর্দায় ফিরছেন তিনি।  সম্প্রতি তিনি ইন্সটাগ্রামে শ্যুটিং সেট থেকে পর্দার পেছনের কিছু ছবি শেয়ার করেছেন।  ছবিতে তিনি ভক্তদের শুটিংয়ের এক ঝলক দেখান।

নতুন এই  জুটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ফিরোজ ও হিবার ভক্তরা।  অনেকেই নতুন এই জুটির রোমান্টিক গল্পে দেখে রোমাঞ্চিত, অন্যরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আমরা ফিরোজ খানকে ইউমনা জাইদির সঙ্গে চেয়েছিলাম। ‘আরেকজন লেখেন, ‘হিবাকে দানিশ তৈমুরের বিপরীতে সবচেয়ে ভালো দেখায়। ’অন্য আরেকজন ফিরোজ খানকে উদ্দেশে লেখেন, ‘এবার তার একটি সুখী সমাপ্তি প্রাপ্য।’

 

- Advertisement -spot_img
সর্বশেষ

হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে : ইব্রাহিম খলিল

খবরের দেশ ডেস্ক : হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে। সেখানে অনেকক্ষণ থাকার পর তারপর রওনা দিলাম গণভবনের দিকে।...