27.9 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫

‘আমি মোটা হয়েছি তো আপনাদের সমস্যা কী’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

হোক সাধারণ নারী কিংবা বড় পর্দার নায়িকা, বিভিন্ন কারণে শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে তাদের। তারকাদের ক্ষেত্রে ওজন বাড়লে অনুরাগীদের নজর একটু বেশিই পড়ে। শুধু তাই নয়, এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়, কখনও কটাক্ষের মুখেও পড়েন তারা।

যেমন একই কারণে বহুবার কটাক্ষের শিকার হতে হয়েছে বলিউড কুইন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকেও।

গত কয়েক বছরে ঐশ্বরিয়াকে যেসব অনুষ্ঠানে দেখা গেছে, প্রতিটি জায়গাতেই তার সাজপোশাক, চুলের স্টাইল নিয়ে প্রশ্ন উঠেছে। অভিনেত্রীর ফোলা গাল দেখে অনেকেরই ধারণা, তিনি হয়ত কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার লুক তাক লাগিয়েছে সবাইকে। তাও অভিনেত্রীকে তার বাড়তি ওজন নিয়ে অনেক মন্তব্যই শুনতে হয়েছে। কেউ কেউ লেখেন, ‘নিজের চুলের স্টাইল এবার পরিবর্তন করার চেষ্টা করুন।’ আবার একজন লেখেন, ‘মুখ এত ফুলে গেছে, আর ভালো লাগছে না আপনাকে দেখতে।’ আর এত কটাক্ষ, নেতিবাচক মন্তব্য শুনে বিরক্ত ঐশ্বরিয়া।

এ নিয়ে সম্প্রতি আবারও বডিশেইমিং এর শিকার তিনি। আর এমন আবহে ঐশ্বরিয়ার পুরোনো এক সাক্ষাৎকার আলোচনায়। সে সময় অনেকটা বেশিই মুটিয়ে গিয়েছিলেন তিনি। মেয়ে আরাধ্যা জন্মের কয়েক বছর পরের ঘটনা। তাই নিন্দুকদের তিক্ত মন্তব্যে রীতিমতো ধৈর্য ভেঙেছিল তার, করেছিলেন বিরক্ত প্রকাশ।

ঐশ্বরিয়া বলেছিলেন, ‘আমি মোটা হয়েছি তো আপনাদের কী সমস্যা হয়েছে? আমার চেহারা নিয়ে আপনাদের এত আগ্রহ কীসের?’

অভিনেত্রী আরও বলেছিলেন, তখন তিনি নিজের মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বেশি ভাবছেন। নিজের ওজন নিয়ে তিনি চিন্তিত নন। ঐশ্বরিয়ার কথায়, ‘চাইলেই ১৫ দিনে নিজের ওজন কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই আমি ভালো আছি। সুতরাং আমার চেহারা নিয়ে কে কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না।’

- Advertisement -spot_img
সর্বশেষ

রোজা, তুমি এবার তাড়াতাড়ি এসো: আনিস আলমগীর

খবরের দেশ ডেস্ক : সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর ৫ আগস্ট দিবসে মন্তব্য নিয়ে সাংবাদিক আনিস আলমগীর তার ভেরিফাইড ফেসবুকে...