- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলি হামলায় এক দিনে কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। এই ৭৬ জনের মধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থীশিবিরের বাসিন্দা ছিলেন।
শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে এই নিহতের ঘটনা ঘটে। গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে খবর আলজাজিরার।
খবরে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় ৭৬ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরো অন্তত ১৮৫ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো বেশি। কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।