নির্বাচনকে অর্থবহ করতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেজন্য দুটি বিষয়ে রোডম্যাপ ঘোষণা অনিবার্য হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন ড. শফিকুর রহমান। তিনি বলেন, দুটি রোডম্যাপের একটি হলো সংস্কার আর অন্যটি নির্বাচনের। এখন পর্যন্ত এই দুটি রোডম্যাপের একটিও জনগণের সামনে আসেনি।
আর এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে।
শনিবার (২৪ মে) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশনে জামায়াতের আমির এসব কথা বলেন।