30 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

মৌলভীবাজারে ঔষধের ডিপোতে ডাকাতি করতে গিয়ে ২ জন গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
চার সদস্যের একটি চক্র, মোটরসাইকেল ব্যবহার করে এক জেলা থেকে অন্য জেলায় আসা যাওয়া তাদের। তালা কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে একই স্টাইলে একই ধরনের তিনটি প্রতিষ্ঠানে ডাকাতি করে তারা। মৌলভীবাজারে তিনটি ঔষধ কম্পানির ডিপোতে ডাকাতির ঘটনায় এই চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মূল হোতা শামীম আহমেদ (৪৫)।
থানা সুত্রে জানা যায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মৌলভীবাজারের একমি ঔষধ কম্পানির ডিপোতে প্রথমে ৪৮ হাজার টাকা। এরপরে ২৩ ফেব্রুয়ারি বেক্সিমকো কম্পানির ডিপো থেকে ৬৮ লাখ এবং সবশেষ ১০ মে ওরিয়ন কম্পানির ডিপো থেকে ৮ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। সব ঘটনাতেই মৌলভীবাজার সদর থানায় মামলা রুজু করা হয়।

প্রথম ঘটনার পরই মৌলভীবাজার সদর থানা কাজ শুরু করে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ এসআই জয়ন্ত সরকার, এসআই হিরণ বিশ্বাস, এসআই উৎপল সাহা, এসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।
সিসি ক্যামেরা ফুটেজ, গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৭ মে রাত আনুমানিক সাড়ে ৩টার সময় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামে অভিযান পরিচালনা করে এই চক্রের মূল হোতা শামীম আহমেদকে গ্রেপ্তার করা হয়। এর আগে, মুকিত মিয়া নামে তার এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।
- Advertisement -spot_img
সর্বশেষ

কিশোরগঞ্জে সেনাবাহিনী ও জেলা দলের প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

  কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ভলিবল প্রতিযোগিতা। শনিবার (২৪ মে) বিকাল সাড়ে তিনটায়...