ঈদুল ফিতরে ‘বরবাদ’ দিয়ে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। এবার কোরবানি ঈদে আসছে তার ‘তাণ্ডব’। হিট নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ ঘিরে ইতিমধ্যেই দর্শক উন্মাদনা তুঙ্গে। বলতে গেলে শাকিব খান তার ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন।
সম্প্রতি বাংলা সিনেমায় ২৫ বছর পূর্তি হয়েছে এ মেগাস্টারের। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন। এ ছাড়া হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা। চারপাশে যেন শাকিব শাকিব ধ্বনি! সেই মঞ্চে শাকিব জানালেন নিজের ২৫ বছরের সাফল্য, সুখ-দুঃখ বেদনার কথা।