28 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

শাকিবের ২৫ বছর পূর্তি: বুবলীর প্রশংসা, অপু বললেন ‘আমার রাজা’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

একের পর এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মুকুটে। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তুফান’ দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক সাড়া ফেলে। ঈদুল ফিতরে ‘বরবাদ’ দিয়ে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন এই মেগাস্টার। এবার কোরবানি ঈদে আসছে তার ‘তাণ্ডব’। হিট নির্মাতা রায়হান রাফি পরিচালিত  তাণ্ডব ঘিরে ইতিমধ্যেই দর্শক উন্মাদনা তুঙ্গে। বলতে গেলে শাকিব তার ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন।

সম্প্রতি বাংলা সিনেমায় ২৫ বছর পূর্তি হয়েছে এ সুপারস্টারের। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন। এ ছাড়া হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা। চারপাশে যেন শাকিব শাকিব ধ্বনি! শুধু ভক্ত-অনুরাগীরাই নয়, তার সাবেক দুই স্ত্রীও প্রাক্তন স্বামীর প্রশংসায় পঞ্চমুখ।

যদিও শাকিবের প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন, তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত মুখ। তাই তো শাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও কর্পোরেট। শাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি ২৫ বছর ধরে অবদান রেখেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়া অনেক বেশি অভিনন্দন।’

বুবলির এই পোস্টের পর বসে থাকেননি শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসও। ঘণ্টা পাঁচেক পর শাকিবের প্রশংসা করে ছবি সংবলিত একটি পোস্ট দিতে দেখা যায় তাকেও। ছবিতে দেখা যায়, শাকিবের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আর সেই ছবির ক্যাপশনে শাকিবকে উদ্দেশ্য করে অপু লেখেন, ‘অভিনন্দন, মাই কিং- শাকিব খান।’

যদিও নেটিজেনরাও অপুর এই মন্তব্য ঘিরে বেশ মজা নিয়েছেন। একজনের মন্তব্য, ‘শাকিব শুধু আপনার একারই রাজা নয়, তিনি বুবলীরও রাজা।’ আরেকজন লিখেছেন, ‘তিনি কি এখনও আপনার রাজা? সিরিয়াসলি?’

প্রসঙ্গত, দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসে গত শুক্রবার। রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল থেকে এদিন তারকাদের পদচারণে জমে ওঠে লালগালিচা। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

এদিকে আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হওয়া ছবিটির টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ দর্শক। রায়হান রাফীর নির্মাণে সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর ও জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে।

এখনকার সিনেমায় শাকিবকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে শাকিব খান তার সাফল্যের অনন্য ছাপ দিচ্ছেন- তা বলার বাকি রাখে না।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

  খবরের দেশ ডেস্কঃ সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে...