28 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

ইসরায়েলের গণহত্যায় সমর্থন বন্ধের দাবিতে ডাউনিং স্ট্রিটের বাইরে বিক্ষোভ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলে যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানি অবিলম্বে বন্ধ করার দাবিতে ডাউনিং স্ট্রিটের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো – কথা যথেষ্ট নয়’ ব্যানার প্রদর্শন করে।

প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন (PFB), প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (PSC), ফ্রেন্ডস অফ আল-আকসা (FOA), স্টপ দ্য ওয়ার কোয়ালিশন, মুসলিম অ্যাসোসিয়েশন অফ ব্রিটেন এবং ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআরমামেন্টসহ (CND) নেতৃস্থানীয় অ্যাডভোকেসো গ্রুপগুলো এই ‘গণসংহতি’র আয়োজন করে।

বিক্ষোভে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশ নেয়। তারা গাজায় ইসরায়েলের আগ্রাসনে ব্রিটিশ সরকারের অব্যাহত সহযোগিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রকাশ করে।

এ সময় জনতা ফিলিস্তিনি পতাকা এবং প্ল্যাকার্ড উত্তোলন করে ন্যায়বিচার, যুদ্ধবিরতি এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে স্লোগান দেয়।

প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন-এর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সিরিন এল হামামি গাজার গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকার নিন্দা জানিয়ে একটি মর্মস্পর্শী ভাষণ দেন। তিনি বলেন, যুক্তরাজ্য নৃশংসতাকে উৎসাহিত করে এমন অস্ত্র রপ্তানি করে চলেছে। এটি ভণ্ডামি এবং নৈতিক ব্যর্থতার চরম শিখর। আমরা দাবি করি, ব্রিটিশ সরকার তার কথার সাথে কর্মকাণ্ডের সামঞ্জস্য বজায় রাখুক।

তিনি গাজার বিপর্যয়কর পরিস্থিতি বর্ণনা করে অনাহার ও রোগে শিশুদের মৃত্যুর কথা তুলে ধরেন এবং মানবাধিকারের প্রতি পশ্চিমাদের ‘বর্ণবাদী’ এবং ‘একচোখা’ দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তার বক্তৃতা একটি প্রতিবাদী আহ্বানের মাধ্যমে শেষ হয়: ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন স্বাধীন হবে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

  খবরের দেশ ডেস্কঃ সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে...