28 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

গাজায় পারমাণবিক হামলার আহ্বান, মার্কিন কংগ্রেসম্যানের নিন্দা জানালো হামাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজা উপত্যকায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়ে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ।

ইরনার প্রতিবেদন অনুসারে, শনিবার (২৪ মে) ফিলিস্তিনের শেহাব সংবাদ সংস্থার সম্প্রচারিত এক বিবৃতিতে হামাস বলেছে, গাজায় পারমাণবিক বোমা ফেলার জন্য র‍্যান্ডি ফাইনের আহ্বান গণহত্যাকে উস্কে দেয় এবং মানবতার বিরুদ্ধে একটি স্পষ্ট অপরাধ।

হামাস আরও বলেছে, এই বক্তব্য আমেরিকান রাজনীতিবিদদের মধ্যে গভীর ফ্যাসিবাদী বর্ণবাদকে প্রতিফলিত করে। মার্কিন প্রশাসন এবং কংগ্রেসের এটির নিন্দা করা উচিত।

হামাস আরও বলেছে, দুই মিলিয়নেরও বেশি বেসামরিক নাগরিকের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের আহ্বান আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের মন্তব্য ফিলিস্তিনিদের বৈধ অধিকার রক্ষার সংকল্পকে দুর্বল করবে না, বরং ইসরায়েলি দখলদার সরকার এবং তার সমর্থকদের প্রকৃত চিত্র উন্মোচিত করবে।

একই রকম মন্তব্য ইসলামিক জিহাদ আন্দোলনের পক্ষ থেকেও প্রতিধ্বনিত হয়েছে। তারা রিপাবলিকান কংগ্রেসম্যানের মন্তব্যের প্রতিক্রিয়ায় একই দিন একটি বিবৃতি প্রকাশ করেছে।

ইসলামিক জিহাদ এই মন্তব্যগুলোকে ‘বর্ণবাদী এবং ঘৃণার ওপর ভিত্তি করে’ বলে অভিহিত করেছে, যা গাজায় গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের আহ্বানের সমান।

ফ্লোরিডার একজন রিপাবলিকান ফাইন গত বৃহস্পতিবার (২২ মে) ফক্স নিউজকে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা নাৎসিদের সাথে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি। আমরা জাপানিদের সাথে আত্মসমর্পণের জন্য আলোচনা করিনি। নিঃশর্ত আত্মসমর্পণের জন্য আমরা জাপানিদের ওপর দুবার পারমাণবিক হামলা চালিয়েছি। গাজায়ও একই রকম হওয়া উচিত।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চললাম ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২২,৩৮২ জন আহত হয়েছেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

  খবরের দেশ ডেস্কঃ সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে...