29 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

“কিশোরগঞ্জে কৃষকদের অংশগ্রহণে ‘ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলায় কৃষক ও কৃষাণীদের অংশগ্রহণে ‘ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের পার্টনার প্রকল্প এর আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।

শনিবার (১৮ মে) সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত উপ-পরিচালক শাহীনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন, শবনম মোস্তারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক মাঠ স্কুলের (ফারমার্স ফিল্ড স্কুল) প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণীরা, সাধারণ কৃষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল মেহেদী।

বক্তারা বলেন, দেশের কৃষিকে এগিয়ে নিতে প্রযুক্তির যথাযথ ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজির চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে কৃষকদের সচেতনতা, প্রশিক্ষণ এবং তথ্যপ্রযুক্তির সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

কংগ্রেসে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের চাষাবাদের উন্নত কৌশল, জলবায়ু সহনশীলতা এবং কৃষিতে উদ্যোক্তা হওয়ার বিষয়ে মতবিনিময় করেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

  খবরের দেশ ডেস্কঃ সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে...