28 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

আদমদীঘিতে বেডোর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

 বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার শিয়ালসন এলাকায় বেডো সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী মেডিসিন ও গাইনোকোলজি বিষয়ক একটি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১৫৩ জন নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় আদমদীঘি সদর ইউনিয়নের শিয়ালসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন বেডো সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক আনজুয়ারা খাতুন, নূরুন নাহার, জাহানারা বেগম, লুৎফর রহমান এবং রুনা লায়লা প্রমুখ।

চিকিৎসাসেবা প্রদান করেন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম ও ডা. তানজিমা আক্তার।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায় পরিচালিত বেডো সমৃদ্ধি কর্মসূচির এই স্বাস্থ্যসেবা কার্যক্রমকে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলেন, গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পাচ্ছেন—এটি অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয় উদ্যোগ।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

  খবরের দেশ ডেস্কঃ সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে...