28 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

হার্ভার্ডে ট্রাম্প নিষেধাজ্ঞায় অনিশ্চয়তায় বেলজিয়ামের ভবিষ্যৎ রানি’র পড়াশোনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের লেখাপড়া শেষ করেছেন বেলজিয়ামের ভবিষ্যৎ রানি রাজকুমারী এলিজাবেথ। এরই মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অনিশ্চয়তায় পড়েছে ২৩ বছর বয়সী এলিজাবেথের ভবিষ্যৎ।

শুক্রবার (২৩ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং দ্য গার্ডিয়ান।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক পলিসি নিয়ে দুই বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনা করছেন রাজকুমারী এলিজাবেথ। বেলজিয়ামের সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী এলিজাবেথ। রাজা ফিলিপ ও রানি ম্যাথিলদের চার সন্তানের মধ্যে তিনি বড়। হার্ভার্ডে পড়ার আগে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতি বিষয়ে তিনি ডিগ্রি অর্জন করেন।

জানা যায়, বৃহস্পতিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ফলে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে হবে বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অথবা তাদের আইনি অবস্থান হারাতে হবে যুক্তরাষ্ট্রে। একইসঙ্গে ট্রাম্প প্রশাসন অন্যান্য কলেজগুলোতেও এ ধরনের পদক্ষেপ সম্প্রসারণের হুমকি দিচ্ছে।

বেলজিয়ামের রাজপ্রাসাদের এক মুখপাত্র লোর ভ্যানডোর্ন বলেন, সবেমাত্র তার প্রথম বছর সম্পন্ন করেছেন রাজকুমারী এলিজাবেথ। আগামীতে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে। বর্তমানে পরিস্থিতি পর্যালোচনা করছি আমরা।

রাজপ্রাসাদের যোগাযোগ বিভাগের পরিচালক জেভিয়ার বেয়ার্ট বলেন, এই মুহূর্তে পরিস্থিতি বিশ্লেষণ করছি আমরা এবং এটি চূড়ান্ত হতে সময় দেব। সামনের দিনগুলোতে অনেকই কিছু ঘটতে পারে।

এ নিয়ে বৃহস্পতিবার হার্ভার্ড বলেছে, হাজার হাজার শিক্ষার্থীকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ প্রভাবিত করছে। যা অবৈধ ও প্রতিশোধের শামিল। বিশ্ববিদ্যালয়টি এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি মামলা করেছে।

শুক্রবার মার্কিন বিচারক অ্যালিসন বারোস সংক্ষিপ্ত আদেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি ক্ষমতা বাতিলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন। এ সময় তিনি বলেন, হোমল্যান্ড সিকিউরিটিজ ডিপার্টমেন্টের এই পদক্ষেপ গুরুতর ক্ষতির আশঙ্কা সৃষ্টি করেছে। অতএব, আদালতের পূর্ণাঙ্গ বিবেচনার আগে নির্দেশটি কার্যকর হওয়া উচিত নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

  খবরের দেশ ডেস্কঃ সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে...