31 C
Dhaka
রবিবার, মে ২৫, ২০২৫

জার্মানির ট্রেন স্টেশনে ১৮ জনকে ছুরিকাঘাতের পর নারী গ্রেপ্তার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রধান ট্রেন স্টেশনে কমপক্ষে ১৮ জনকে ছুরিকাঘাতের পর এক নারীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৪ মে) সন্ধ্যার ব্যস্ত স্টেশনে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, চার জন আহতের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি ‘মানসিক ভারসাম্যহীনতা’র শিকার হতে পারেন। ৩৯ বছর বয়সী এই জার্মান নারীকে শনিবার বিচারকের সামনে হাজির করা হয়েছে।

পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে, এই নারীর রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বরং, আমরা এখন তদন্ত করতে চাই, সে কি কোনো মানসিক জরুরি অবস্থার সম্মুখীন হচ্ছে কি না।

এক্স-পোস্টে হামবুর্গ পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ‘একাই এই কাজটি করেছে’ বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, স্টেশনের এক প্রান্তে প্ল্যাটফর্মে প্রবেশের পথ অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। অপেক্ষমাণ অ্যাম্বুলেন্সে লোকজন তোলা হচ্ছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ হামলার পর হামবুর্গের মেয়রের সঙ্গে ফোনে শোক প্রকাশ করেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে জার্মানিতে ধারাবাহিক সহিংস হামলার ঘটনা সাধারণ ঘটনা হয়ে উঠছে। ফলে নিরাপত্তাকে এজেন্ডার শীর্ষে রাখা হয়েছে। সবশেষ ১৮ মে বিলেফেল্ড শহরের একটি বারে ছুরিকাঘাতে চার জন আহত হন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সালাহউদ্দিনের গুম হওয়া নিয়ে যা জানালেন প্রেস সচিব

  খবরের দেশ ডেস্কঃ বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদের গুম হওয়া ও ভারতে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে...