Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধিঃ
ভোলায় বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। তিনি প্রকল্পের গুরুত্ব ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকার, ভোলা সিভিল সার্জন মোঃ মনিরুল ইসলাম, সহকারি পরিচালক কাজী গোলাম কবির এবং সহকারি পরিচালক মোঃ মিজান সালাউদ্দিন।
সেমিনারে প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্পের মাধ্যমে সমাজের অবহেলিত শ্রেণীর জীবনযাত্রার উন্নয়ন ও সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তোলায় ব্যাপক সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে আয়োজকরা জানান।