26.9 C
Dhaka
বুধবার, আগস্ট ৬, ২০২৫

“আলিম নামের জালিমের অত্যাচার থেকে মুক্তি চাই: হ্যাপি”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। প্রায় এক দশক আগে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সাড়াজাগানো এক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। পরে ধর্মের পথে পা বাড়িয়ে ইসলামি জীবনযাপন শুরু করেন এবং মুফতি মোহাম্মদ তালহা নামে এক মাদরাসা শিক্ষককে বিয়ে করেন।

কিন্তু দাম্পত্য জীবন সুখকর হয়নি। কিছুদিন আগে হ্যাপি তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগসহ ৯টি বিয়ে করার বিষয়টি আদালতে নেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা হয়। গত ১২ মে তিনি এ মামলা করেন এবং ১৪ মে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আইনজীবী জান্নাতুল ফেরদৌস তথ্য জানান।

বর্তমানে কঠিন সময় পার করছেন হ্যাপি। তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি দেশের আলেম-ওলামাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি লেখেন, “এই দেশে কি কোনো হক্কানী আলেম নেই? আমাকে এই আলিম নামের জালিম থেকে আল্লাহর ওয়াস্তে বাঁচান। আমি মাজলুম, কেন কেউ মুখ খুলছেন না?” তিনি তার স্বামীর বিরুদ্ধে তুলেছেন কঠোর অভিযোগ এবং বলেছেন, “আমাকে মুক্ত করে দিন, সে আমাকে ঝুলিয়ে রেখে এ অবস্থায় এনেছে।”

হ্যাপি আরও জানান, স্বামী তার কাছে যৌতুক হিসেবে টাকা দাবি করেন এবং টাকা না দিলে তালাক দেওয়ার হুমকি দেন। তবে বাচ্চার নিরাপত্তার কথা ভেবে তিনি এসব চাপ সহ্য করছেন।

২০১৩ সালে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করা হ্যাপি এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। বর্তমানে তিনি জীবনের এই সংকটে দেশের আলেমদের সহযোগিতা কামনা করছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে : ইব্রাহিম খলিল

খবরের দেশ ডেস্ক : হাসিনা পালানোর পর প্রথমে ঢুকেছিলাম সংসদ ভবনে। সেখানে অনেকক্ষণ থাকার পর তারপর রওনা দিলাম গণভবনের দিকে।...