28 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

পাকিস্তান-ভারত একে অপরের আকাশসীমা নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়ালো

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তান ও ভারত নিজেদের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে শুক্রবার একে অপরের ওপর আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞা আরও এক মাসের জন্য বাড়িয়েছে। পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না আগামী ২৪ জুন ২০২৫ সকাল ৪:৫৯ পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের রেজিস্ট্রারকৃত, পরিচালিত, মালিকানাধীন বা ভারতীয় বিমান সংস্থার লিজে থাকা কোনো বিমান, এমনকি সামরিক বিমানও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা মাটি থেকে শুরু করে যত উচ্চতা পর্যন্ত আকাশসীমা বিস্তৃত, তার পুরো জুড়েই প্রযোজ্য হবে।

এই নির্দেশনায় বলা হয়েছে, ভারতীয় কোনো বিমান পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ করতে বা ট্রানজিট নিতে পারবে না। তবে অন্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে বলা হয়েছে, পাকিস্তানি রেজিস্ট্রারকৃত, পরিচালিত, মালিকানাধীন বা লিজে নেওয়া কোনো বিমান (সামরিক বিমানসহ) ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

উল্লেখ্য, গত মাসে ভারত-অধিকৃত কাশ্মীরে গুলির ঘটনার পর থেকেই দুই দেশ একে অপরের ওপর আকাশসীমা নিষেধাজ্ঞা আরোপ করে। ২৪ এপ্রিল পাকিস্তান ভারতীয় বিমান সংস্থার ওপর এই নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করেছিল।

তথ্যসূত্র: সংবাদমাধ্যম ডন

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

  খবরের দেশ ডেস্কঃ সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে...