28 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

সিলেট সীমান্তে আরও ২১ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ফের ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ মে) সকালে সীমান্তের সনাতনপুঞ্জি লোভাছড়া এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। এই ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) লোভাছড়া বিওপির সদস্যরা সকালে কানাইঘাটের লোভাছড়া এলাকায় অভিযান চালান। এ সময় তারা ভারত থেকে অনুপ্রবেশের অভিযোগে ২১ জনকে আটক করেন। পরে আটক ব্যক্তিদের বিজিবির ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি বিজিবির পক্ষ থেকে কানাইঘাট থানা–পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল কানাইঘাটের সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের আটক করে। আটকের পর তাদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কানাইঘাট সীমান্ত থেকে ২১ জনকে আটক করা হয়েছে। অনুপ্রবেশকারীদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

বিজিবির হাতে আটক ২১ জনকে ভারত থেকে ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল। গণমাধ্যমকে তিনি বলেন, এর আগেও ১৬ জনকে একই প্রক্রিয়ায় আটক করা হয়েছিল। তারা সবাই বাংলাদেশের নাগরিক ছিলেন। শনিবার আটক হওয়া ব্যক্তিরাও বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এর আগে মোট ১৭২ জনকে পুশইন করে। শনিবার সর্বশেষ ২১ জনসহ মোট ১৯৩ জনকে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ করলো বিএসএফ।

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

  খবরের দেশ ডেস্কঃ সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে...