Your Ads Here 100x100 |
---|
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে (ডেভিল হ্যান্ট) কৃষক লীগের এক নেতা গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আনিছুর রহমান ভুট্টু (৫৪)। তিনি উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক।
শনিবার (২৪ মে) গভীর রাতে উপজেলার নওদাপাড়া (বিলেরপাড়) গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ। আনিছুর রহমান ভুট্টু ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হাকিমপুর থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে হাকিমপুর সার্কেলের নির্দেশনায় এবং তার নেতৃত্বে এসআই মো. মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ভুট্টুকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত আনিছুর রহমান ভুট্টুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, হাকিমপুর থানার ‘ডেভিল হ্যান্ট’ নামের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং অপরাধ দমনে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে।