30 C
Dhaka
রবিবার, মে ২৫, ২০২৫

কিশোরগঞ্জে সেনাবাহিনী ও জেলা দলের প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ভলিবল প্রতিযোগিতা। শনিবার (২৪ মে) বিকাল সাড়ে তিনটায় শহরের পুরাতন স্টেডিয়ামে এই সৌহার্দ্যপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী ও কিশোরগঞ্জ জেলা ভলিবল দল।

খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। সেনাবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান এবং জেলা দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মতিউর রহমান নয়ন।

তিন পর্বের খেলায় প্রথম দুই পর্বে উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং ফলাফল ড্র থাকে। তবে তৃতীয় ও নির্ধারণী পর্বে কিশোরগঞ্জ জেলা ভলিবল দল ১৫ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়, আর সেনাবাহিনী ১০ পয়েন্ট নিয়ে রানার আপ হয়।

খেলা শেষে জেলা প্রশাসক বিজয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মাহমুদুল ইসলাম তালুকদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন আফসানা রহমান মিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. এনায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

২ দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী

  খবরের দেশ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের পোশাককর্মী মিনারুল...