28 C
Dhaka
শনিবার, মে ২৪, ২০২৫

বানারীপাড়ায় শতবর্ষী খালে প্রাণ ফেরাতে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় পৌর প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে শুরু হয়েছে শত বছরের পুরনো একটি খাল পরিষ্কার ও সংস্কারের কাজ। শনিবার (২৪ মে) বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বারের পাশে আবর্জনায় ভরাট হয়ে পড়া খালটিকে পুনরায় সচল ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে এই জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

এই কার্যক্রমের উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ বাইজিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফখরুল ইসলাম মৃধা, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার, সহকারী প্রকৌশলী মোহাম্মদ মহসিন রেজা, উপজেলা ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেনসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক মোঃ বাইজিদুর রহমান বলেন,”পৌর শহরের অধিকাংশ খালই ভরাট হয়ে গেছে। দীর্ঘদিন অবহেলিত খালগুলোর দিকে নজর না দেওয়ায় পরিবেশ ও জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে এই মৃতপ্রায় খালগুলোতে নতুন প্রাণ ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করেছি। স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালটি একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল। সংবাদমাধ্যমে এই খালটির দুরবস্থা উঠে আসার পরই আমরা তা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রতিটি খাল এই অভিযানের আওতায় আনা হবে।”

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ। তাদের মতে, এই উদ্যোগ শুধু পরিবেশই নয়, জনস্বাস্থ্য ও পৌরসভার নানাবিধ সমস্যা সমাধানেও ভূমিকা রাখবে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আমির

  খবরের দেশ ডেস্কঃ সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে...