Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন ( আসিয়ান)-কে আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এ আহ্বান জানান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম রোববার (২৫ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান গাজায় ইসরাইলি ‘নৃশংসতার’ নিন্দা করেছেন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন (আসিয়ান)-কে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন।
আগামী সোমবার (২৬ মে) কুয়ালালামপুরে আঞ্চলিক ব্লকের শীর্ষ সম্মেলনের আগে তিনি এই আহ্বান জানালেন।
মোহাম্মদ হাসান তার আসিয়ান প্রতিপক্ষদের বলেন, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা উদাসীনতা এবং দ্বৈত মান প্রতিফলিত করে। এগুলি আন্তর্জাতিক আইনের পবিত্রতার ক্ষয়ের প্রত্যক্ষ ফলাফল।’
তিনি বলেন, ‘আসিয়ান চুপ থাকতে পারে না।’১০ সদস্যের আঞ্চলিক এ ব্লক এর আগে ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনি অধিকারের প্রতি তার ‘দীর্ঘদিনের সমর্থন’ ঘোষণা করেছিল।
দেড় বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। সবশেষ শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ৫৯ জনে।
বিবৃতিতে আরও জানানো হয়, ‘অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছেন না। ‘
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৯ মাস ধরে চলমান ইসরাইলের হামলায় গাজায় ৫৩ হাজার ৯০১ জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন। আর উপত্যকাটির জনসংযোগ কার্যালয়ের হিসাবে, ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৭০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপাপড়া ব্যক্তিদের মৃত ধরে এ হিসাব করা হয়েছে।