28 C
Dhaka
রবিবার, মে ২৫, ২০২৫

আবারও মা হতে চলেছেন আলিয়া ভাট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন ছিল একপ্রকার চমকের মুহূর্ত। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট হঠাৎ করেই হাজির হন রেড কার্পেটে—যা নিয়ে জল্পনা, আলোচনার শেষ নেই। এর আগে শোনা গিয়েছিল, পাক-ভারত উত্তেজনার কারণে আলিয়া অংশ নেবেন না এবারের আসরে। কিন্তু শেষমুহূর্তে সিদ্ধান্ত বদলে নিজের উপস্থিতি দিয়ে চমকে দেন সবাইকে।

তবে আলিয়ার গাউন আর উপস্থিতির চেয়েও বেশি আলোচনায় এসেছে তার সম্ভাব্য মাতৃত্ব। কান-রেড কার্পেটে কালো অফ-শোল্ডার বডিকন গাউনে ধরা দেন অভিনেত্রী। সাজ ছিল ন্যূনতম, হাঁটা ছিল আত্মবিশ্বাসী, আর চোখে-মুখে মাতৃত্বের দীপ্তি! তার এই লুকে অনেকেই লক্ষ্য করেছেন ‘বেবি বাম্প’-এর ইঙ্গিত। আর তাতেই জোরালো হয়েছে গুঞ্জন—আবার মা হতে চলেছেন আলিয়া ভাট।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রথম সন্তান রাহা ইতিমধ্যেই একবছরের দোলায় পা রেখেছে। আরেকটি নতুন অতিথির আগমন কি সত্যিই ঘটতে চলেছে কাপুর পরিবারে? যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি তারকা দম্পতির পক্ষ থেকে।

আলিয়ার সাজসজ্জাও ছিল মন কাড়া। পোশাক পরিকল্পক ড্যানিয়েল রোজবেরির তৈরি হালকা গোলাপি রঙের করসেট গাউনে মোহময়ী দেখায় তাকে। সিকুইনের সূক্ষ্ম কাজ, ফুলের পাপড়ির মতো খাঁজবিশিষ্ট নকশা এবং ছিমছাম গয়না—সব মিলিয়ে যেন এক নান্দনিক উপস্থাপন।

- Advertisement -spot_img
সর্বশেষ

সরকারি কর্মচারীদের ১৪ কর্মদিবসের মধ্যে শাস্তি দেওয়া যাবে , অধ্যাদেশ জারি

  খবরের দেশ ডেস্ক : সচিবালয়ে কর্মচারীদের প্রতিবাদের মধ্যেই সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে রবিবার রাতে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ,...