32 C
Dhaka
রবিবার, মে ২৫, ২০২৫

নাগরিক অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্ভব নয়: আলী রীয়াজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

ঐকমত্য গঠনে শুধু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক যথেষ্ট নয়। এর জন্য নাগরিক সমাজের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

রোববার (২৫ মে) ফার্মগেটে সুশীল সমাজের সঙ্গে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ প্রায় ৬ মাস হয়ে গেল। এই সময়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় কিছু বিষয়ে একমত হয়েছি, আবার কিছু বিষয়ে একমত হইনি। সকল বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয়। তবে আমাদের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে এই চ্যালেঞ্জও অত্যন্ত কঠিন। এই সুযোগটি কাজে লাগাতে হবে। মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। যেসব বিষয়ে ঐকমত্য হওয়া যায়নি, সেসব বিষয়েও জানানো হবে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের একটি ভাড়া করা বাড়ি থেকে আওয়ামী লীগের নেত্রী রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ...