28 C
Dhaka
রবিবার, মে ২৫, ২০২৫

বিপাশার স্থূলতা নিয়ে কটাক্ষ, নেটিজেনদের ‘নোংরামি’তে ক্ষোভ ঝাড়লেন অপরাজিতা আঢ্য

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

সম্প্রতি বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে কটাক্ষের ঝড়। একাধিক ছবি ভাইরাল হয়েছে অনির্ভরযোগ্য এক অ্যাকাউন্ট থেকে, যেখানে বিপাশাকে দেখা যায় প্রসাধনহীন মুখে, জিম থেকে বের হচ্ছেন—এমন এক মুহূর্তে। মুখে ছিল বিরক্তির ছাপ।

তবে একটু খেয়াল করলেই বোঝা যায়, ছবিগুলো বিপাশার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে নয়। আসল অ্যাকাউন্টে তার সাম্প্রতিক ছবিগুলোর সঙ্গে এই ভাইরাল ছবিগুলোর কোনো মিল নেই। তবুও ‘জিসম’ ও ‘রাজ’-খ্যাত আবেদনময়ী অভিনেত্রী মা হওয়ার পর ওজন বাড়ায় নেটিজেনদের একাংশ বিষোদ্গার করতে ছাড়েননি।

এ প্রসঙ্গে মুখ খুলেছেন টালিউডের খ্যাতনামা অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সামাজিক মাধ্যমে প্রায়ই তিনি নিজের জুম্বা এক্সারসাইজের ভিডিও শেয়ার করেন। কিন্তু মন্তব্যের ঘর বরাবরই বন্ধ। কেন?

অপরাজিতা বলেন, “কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ মন্তব্য করার জন্যই বসে থাকে। রবীন্দ্রনাথকেও যারা ছাড়ে না, তারা আমাদের মতো অভিনেত্রীদের নিয়ে বাজে কথা বলবেই। আমি কেন তাদের জায়গা করে দেব?”

তিনি আরও বলেন, “যারা কুমন্তব্য করে, তারা নিজেরাই অসুস্থ। আমি তো নিজের শরীর, জীবন আর কাজ নিয়ে স্বাচ্ছন্দ্যে আছি। বিপাশা বা ঐশ্বরিয়া—কেউই এই কটাক্ষের কারণে থেমে যাননি। আমিও যাব না। মন্তব্য বিভাগ বন্ধ রাখাটা তাদের গুরুত্ব না দেওয়ারই একটা উপায়।”

এই ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে সামাজিক মাধ্যমে বডি শেমিংয়ের মতো বিষাক্ত প্রবণতা।

- Advertisement -spot_img
সর্বশেষ

সরকারি কর্মচারীদের ১৪ কর্মদিবসের মধ্যে শাস্তি দেওয়া যাবে , অধ্যাদেশ জারি

  খবরের দেশ ডেস্ক : সচিবালয়ে কর্মচারীদের প্রতিবাদের মধ্যেই সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে রবিবার রাতে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ,...