30 C
Dhaka
রবিবার, মে ২৫, ২০২৫

পপি নায়িকা না হলে তার স্বামীও তাকে বিয়ে করত না: ওমর সানী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন সিনেমা থেকে বিরত রয়েছেন। একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী কয়েক বছর ধরে হঠাৎ করেই নিজেকে আড়াল করে রাখেন। সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় প্রকাশ্যে আসেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যমে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে। যেখানে তিনি মন্তব্য করে বলেছেন—চলচ্চিত্র করার কারণে তার অনেক বদনাম হয়েছে। তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী, সন্তান ও সংসার নিয়েই থাকতে চান পপি।

পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে, সিনেমা নিয়ে এসব কথা বলবে। পপি নায়িকা না হলে তাকে কে চিনত? তার স্বামীও তাকে বিয়ে করত না। তিনি বলেন, ওই মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব, তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে। ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে।

অভিনেত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা ওমর সানী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, পপি যদি এ মন্তব্য করে থাকে, তাহলে আমি তাকে স্টুপিড বলব।

ওমর সানী বলেন, আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। সে এভাবে যদি বলে থাকে, তাহলে আমি বলব— সে অবশ্যই নিজেকে ছোট করেছে।

‘কুলি’খ্যাত এ অভিনেতা বলেন, পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে, সিনেমা নিয়ে এসব কথা বলবে। পপি নায়িকা না হলে তাকে কে চিনত? তার স্বামীও তাকে বিয়ে করত না। তিনি বলেন, ওই মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব, তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে। ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে।

ওমর সানী আরও বলেন, আর হ্যাঁ, সুসময় না হোক খারাপ সময় আমাকে ডাকলে অবশ্যই তার পাশে আমাকে পাবে সে।

- Advertisement -spot_img
সর্বশেষ

২ দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী

  খবরের দেশ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের পোশাককর্মী মিনারুল...