Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ভর করে দিল্লি ক্যাপিটালস তাদের শেষ ম্যাচে দারুণভাবে হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংসকে। এই হারের ফলে শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনা হারিয়ে ফেলেছে পাঞ্জাব কিংস। আর এই হারের জন্য আম্পায়ারের একটি সিদ্ধান্তকে দায়ী করলেন দলের সহ-মালিক প্রীতি জিনতা।
শনিবারের ম্যাচে দিল্লির বিপক্ষে জয় পেলে নিজেদের হাতে কোয়ালিফায়ার ১ খেলার সুযোগ ধরে রাখতে পারত পাঞ্জাব। কিন্তু হারের ফলে এখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।
প্রীতি জিনতা খেলা দেখছিলেন মাঠেই। ম্যাচ শেষে তিনি বলেন, এক আম্পায়ারিং ভুলেই ম্যাচ ঘুরে গেছে।
প্রথম ইনিংসের ১৫তম ওভারে মোহিত শর্মার বল ছক্কা মারেন পাঞ্জাবের ব্যাটার শশাঙ্ক সিং। বাউন্ডারির কাছে দাঁড়িয়ে থাকা করুণ নায়ার বলটি ধরে সীমার ভেতরে ঠেলে দেন। কিন্তু নাইর নিজেই ইঙ্গিত দেন যে তার পা বাউন্ডারি ছুঁয়েছিল, অর্থাৎ সেটা ছক্কা হওয়া উচিত ছিল।
তবে থার্ড আম্পায়ার রিপ্লে দেখে কোন প্রমাণ পাননি যে নায়ারের পা বাউন্ডারি ছুঁয়েছে। ফলে শশাঙ্ককে ছক্কার বদলে মাত্র এক রান দেয়া হয়।
এ ব্যাপারে প্রীতি বলেন, ‘এমন একটা মুহূর্তে সিদ্ধান্তটা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। করুণ নায়ার নিজেই বলেছে ওটা ছক্কা ছিল, অথচ আমাদের এক রান দেয়া হলো।’
এই সিদ্ধান্তে হতবাক পাঞ্জাবের শিবির। ম্যাচ শেষে দলের ভেতরেও অসন্তোষ দেখা যায়।
এই হারের ফলে পাঞ্জাব কিংসের প্লে-অফে সরাসরি কোয়ালিফায়ার ১ খেলার সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পেলেও নির্ভর করতে হবে অন্য দলের ফলাফলের ওপর।
এদিকে মুম্বাইও নিজেদের জায়গা পাকা করতে চায় শীর্ষ দুইয়ে। তাই শেষ লিগ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি।