Your Ads Here 100x100 |
---|
শিবপুর প্রতিনিধি:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”— এই প্রতিপাদ্যে নরসিংদীর শিবপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’। রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন।
শিবপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মুহা. আব্দুর রহিম।
মেলার উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, “ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সেবা সহজীকরণ ও ডিজিটাল ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করলে নিজের জমির স্বত্বও সুরক্ষিত থাকে।”
সভায় আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারচর ইউপি চেয়ারম্যান মোর্শেদ আহমেদ, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা এবং পুটিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল সরকার।
মেলায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভূমি মেলায় অংশগ্রহণকারীরা ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন নামজারি, জমির খতিয়ান ও ম্যাপ সংগ্রহ, ডিজিটাল রেকর্ডভিত্তিক সেবা সম্পর্কে অবহিত হচ্ছেন। ভূমি সেবা সহজীকরণে এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান স্থানীয়রা।