Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধিঃ
“তারুণ্যের উৎসব ২০২৫” শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছিল সচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ এবং জেলেদের মধ্যে মৎস্য আহরণ সংক্রান্ত নানা দিক নির্দেশনা। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
মাছের প্রজনন মৌসুমে বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যকর করতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ মুহাম্মদ সাদমান ইউসুফ, নৌপুলিশ ইলিশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন উদ্দিন এবং ভোলা মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক এইচ এম জাকির হোসেন।
এ সময় স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, মৎস্যজীবী সংগঠন এবং সাধারণ জনগণও কর্মসূচিতে অংশ নেন। তারা বলেন, এমন উদ্যোগ আগামী প্রজন্মকে সচেতন ও সম্পদ রক্ষায় সম্পৃক্ত করবে। কোস্ট গার্ডের এমন আয়োজনকে সাধুবাদ জানান তারা।