Your Ads Here 100x100 |
---|
প্রকাশ: ২৫ মে ২০২৫ | ১৬:২০
ম্যাচ শুরুর আগে মাঠে লুকা মডরিচের নাম্বার টেন জার্সি সাজানো হয়। গ্যালারিতেও বড় একটা মডরিচের জার্সি ছিল ভক্তদের হাতে। ছবি: রিয়াল মাদ্রিদের ফেসবুক
সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মডরিচ। তাকে নানা আয়োজনে বিদায়ী সম্মান জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি
লুকার বিদায়ী মঞ্চে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও তিন সন্তান। অন্য খেলোয়াড়দের পরিবারও উপস্থিত হয়েছিল। ফেদে ভালভার্দের স্ত্রী ও সন্তান যেমন কান্নায় ভেঙে পড়েন কিংবদন্তি মডরিচের বিদায়ী সম্মাননায়। ছবি: টুইটার
ম্যাচ শেষে লুকা মডরিচকে শূন্যে ভাসিয়ে সুন্দর বিদায় উপহার দেন সতীর্থরা। বার্নাব্যুতে শেষটায় জয় উপহার পেয়েছেন তিনি। ছবি: এএফপি
