29 C
Dhaka
রবিবার, মে ২৫, ২০২৫

২০০৯ সালের পর মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো আরব আমিরাত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা চলতি মে মাসে ৫১ দশমিক ৬ ডিগ্রি ছুঁয়েছে। যা ২০০৯ সালের পর সর্বোচ্চ। এছাড়া আগামী দিনে তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে বলেও পূর্বাভাসে জানিয়েছে দেশটির ন্যাশনাল মেট্রোলোজি অব মেট্রোলোজি (এনসিএম)।

শনিবার (২৪ মে) রাজধানী আবুধাবির আল আইনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি দেখেছিল দেশটি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘাছন্ন থাকতে পারে। বিশেষ করে পূর্বাঞ্চলে আকাশ মেঘাছন্ন থাকবে।

এছাড়া পূর্বাভাসে আরও বলা হয়, সারাদিন ঝিরিঝিরি বাতাস বইতে পারে। তবে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার কোনো সম্ভাবনা নেই।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

সরকারি কর্মচারীদের ১৪ কর্মদিবসের মধ্যে শাস্তি দেওয়া যাবে , অধ্যাদেশ জারি

  খবরের দেশ ডেস্ক : সচিবালয়ে কর্মচারীদের প্রতিবাদের মধ্যেই সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে রবিবার রাতে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ,...